গত সোমবার টুইট বার্তায় আফগানিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যমের এক সাংবাদিক বিল্লাল সারওয়ারি জানায়, কান্দাহার রাজ্যে পাক-আফগান সংঘর্ষে আফগানিস্তানের অন্তত দুইজনের প্রাণহানি ঘটেছে। এরপর এক টুইটে সারওয়ারি জানান, শুরুতেই পাকিস্তান আর্মি বিরোধীদের উপর খোলা গুলি চালায়।
আরও পড়ুন… মালিতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আটক
এরপরেই পাক-আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আফগানের দুজন বেসামরিক লোক নিহত হয়েছে। আরও ২১ জন নাগরিক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষই এলোমেলো গুলি বর্ষণ করেছে।
আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পাইন বলদাক নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।