প্রণব মুখার্জির প্রয়াণে শোক প্রকাশ করেছেন মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। মেয়েরা বরাবরই বাবার প্রিয় বেশি হয়ে থাকে।
প্রণব মুখার্জির সঙ্গে সঙ্গেই থাকতেন তার মেয়ে শর্মিষ্ঠা। অপারেশনের পর থেকেই তাই বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগে ছিলেন মেয়ে।
অবশেষে চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গত কয়েক সপ্তাহ ধরেই তিনি কোমায় ছিলেন। মাঝে একটু অবস্থার অবনতি হলেও সোমবার সকাল থেকে তার শরীরিক অবস্থার অবনতি হয়।
সেপ্টিক শটে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপরেই তিনি মারা যান।
মায়ের মৃত্যুর পর থেকেই বাবার দেখাশোনা করতেন শর্মিষ্ঠা। তাই প্রণব মুখার্জির চলে যাওয়াটা বড় ধাক্কা তার কাছে।
শোকস্তব্ধ শর্মিষ্ঠা মুখার্জি বাবার মৃত্যুতে টুইটারে আবেগী পোস্টে লিখেছেন, প্রণব মুখার্জির কন্যা হয়ে জন্মে আমি গর্বিত। বাবা সারাজীবন দেশের সেবা করে গিয়েছেন। মানুষের সেবা করেছেন।
তোমার মেয়ে হতে পেরে আমি ভাগ্যবান ও আশীর্বাদধন্য৷ বাবা তোমার প্রিয় কবিতা, সবারে প্রণাম করে যাই।