প্রথমবারের মতো কভিড-১৯ এ আক্রান্ত রোগী পাওয়া গেছে সলোমন আইল্যান্ডে।
শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশে প্রথম করোনারোগী শনাক্তের খবর নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী মানাসেহ সোগাভারে।
জানান, ফিলিপাইন থেকে ফেরা এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আরও ৯৬ জন যাত্রীর সঙ্গে বিমানে করে দেশে ফিরেছিলেন ওই শিক্ষার্থী।
বিমানে ওঠার আগে ফিলিপাইনে ওই শিক্ষার্থীকে তিনবার করোনাভাইরাস টেস্ট করা হয়েছে। তিনবারই তার রিপোর্ট এসেছিল নেগেটিভ।
কিন্তু সলোমনে পৌঁছার পর রাজধানী হোনিয়ারায় তার করোনা টেস্ট করা হলে তাতে রিপোর্ট আসে পজিটিভ। ওই শিক্ষার্থীকে এখন আইসোলেশনে রাখা হয়েছে।
ওই শিক্ষার্থীদের সঙ্গে ফিলিপাইনে যারা ছিল তাদের মধ্যে আরও ১৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে এবং তাদের ম্যানিলায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে বিমান চলাচল ও সীমান্ত বন্ধ করে দেয় সলোমন সরকার।
দেশটির চারশোর বেশি শিক্ষার্থী ফিলিপাইনে আটকে আছে। ইউরোপের ওই দেশে করোনার প্রাদুর্ভাব ব্যাপক।
শিক্ষার্থীদের চাপে সলোমন সরকার ফিলিপাইনে আটকে পড়া শিক্ষার্থীদের দেশে ফেরানোর উদ্যোগ নেয়। শিক্ষার্থীদের প্রথম ফ্লাইটটি আসে গত মঙ্গলবার।
এদের মধ্যে একজনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেলেও শিক্ষার্থীদের সবাইকে দেশে ফেরানোর কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী সোগাভারে।