১৫ই মে ২০২০ ইং তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ৪৩ এয়ার স্কোয়াডনের একটি পঞ্চম প্রজন্মের সুপার স্টিলথ জেট ফাইটার প্রশিক্ষণ চলাকালিন অবস্থায় ফ্লোরিডা অঙ্গরাজ্যে বিধ্বস্ত হয়।
এই বিমান দুর্ঘটনাটি গত শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের সংরক্ষিত এক প্রত্যন্ত অঞ্চলে মূল ঘাঁটি থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় মাইল পূর্বে সংঘটিত হয়েছিল।
পঞ্চম প্রজন্মের এফ-২২ র্যাপ্টার সুপার স্টিলথ জেট ফাইটারে থাকা পাইলট নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও ১৭০ থেকে ২০০ মিলিয়ন ডলারের জেট ফাইটারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আসলে বিশ্বের প্রথম কোন স্টিলথ জেট ফাইটার হিসেবে ২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মোট ১৯৫ টি এফ-২২ র্যাপ্টার (৮টি প্রোটোটাইপসহ) সার্ভিসে আসলেও বর্তমানে খুব সম্ভবত ১৮৩টি মার্কিন বিমান বাহিনীতে সক্রিয় রয়েছে বলে মনে করা হয়।