হাইতির নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট জোভেনেল মইসিকে হত্যার অভিযোগে চার সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে।
চারজনকে হত্যার পাশাপাশি দুজনকে আটক করা হয় বলে জানঅয দেশটির পুলিশ। দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সে বাকি সন্দেহভাজনদের বিরুদ্ধে লড়াই করছে নিরাপত্তা বাহিনী।
এ বিষয়ে দেশটির পুলিশপ্রধান লিয়ন চার্লস বলেছেন, ‘তাদের হত্যা বা বন্দী করা হবে।
গতকাল বুধবার স্থানীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতি তিনি বলেন, চার ভাড়াটেকে হত্যা করা হয়েছে এবং দুজনকে বন্দি করা হয়েছে।এ ছাড়া জিম্মি তিন পুলিশকেও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
চার্লস আরও বলেন, অপরাধ সংঘটিত করার পর পালানোর সময় আমরা সন্দেহভাজনদের এক রাস্তায় অবরুদ্ধ করি। এরপর তাদের সঙ্গে আমাদের লড়াই শুরু হয়।’ এর আগে স্থানীয় সময় গতকাল বুধবার বেলা ১টার দিকে অজ্ঞাত অস্ত্রধারীরা হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দেশটির প্রেসিডেন্ট। নৃশংস এ হামলায় দেশটির ফার্স্ট লেডিও আহত হন।
৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উঠেছিল। এর আগে দেশটিতে সহিংস সরকারবিরোধী বিক্ষোভও হয়েছিল।