নানা হিসাব নিকাশের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেনসিলভ্যানিয়ায় জয়ের ফলে তার মোট ইলেকটোরাল কলেজ ভোট এখন ২৭৩।
জীবনে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আসা রাজনীতির এই মানুষটি যেন তামাম দুনিয়ার রাজনীতির এক বিস্ময়।
প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের খবরের পর আবেগময় টুইট করেছেন ডেমোক্র্যাট পার্টির জো বাইডেন।
শনিবার বাংলাদেশ সময় রাত ১০টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড অ্যকাউন্টে টুইটবার্তায় নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমেরিকা, তুমি আমাকে মহান দেশের নেতৃত্ব দেওয়ার জন্য পছন্দ করেছো, এজন্য আমি সম্মানিত।
আমি সবাইকে নিয়ে দৃঢ়ভাবে এগিয়ে যাব। আমাদের জন্য পড়ে থাকা কাজ অনেক কঠিন হলেও আমি অঙ্গীকার করছি যে, যে আমাকে ভোট দিয়েছেন অথবা দেননি- আমি সব আমেরিকানদের প্রেসিডেন্ট।
যে বিশ্বাসে আমাকে এই উচ্চকিত আসনে অধিষ্ঠিত করেছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখব।