প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর এক মাস। তবে ফল যাই হোক না কেন তা মেনে নেবেন বলে জানিয়েছেন জো বাইডেন।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে এমনটা জানান এই ডেমোক্র্যাট প্রার্থী।
তবে নির্বাচনের ফল মেনে নেওয়ার প্রশ্ন পাশ কাটিয়ে গেলেন ট্রাম্প, আমি আমার সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে এবং সতর্কতার সঙ্গে সবকিছু পর্যবেক্ষণের আহ্বান জানাচ্ছি।
নির্বাচনী ফলাফল মেনে নেয়ার অঙ্গীকার করেছেন বাইডেন, আমার পক্ষে যাক, বা আমার পক্ষে না যাক আমি নির্বাচনের ফলকে সমর্থন করব।
আমেরিকান স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টায় ওহাইয়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে ট্রাম্প-বাইডেনের বিতর্ক অনুষ্ঠিত হয়।
তাতে করোনা মহামারি, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ, অর্থনীতি ও জাতিগত বিদ্বেষসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।