অনলাইন ডেস্ক :
৯৫ বছর বয়সী মাহাথির মোহাম্মদ মালেয়শিয়ার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেতা ও মানুষ। দীর্ঘকাল ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালেয়শিয়ার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। দীর্ঘদিনের ক্ষমতা ভাগাভাগির লড়াইয়ের পরে জোট ভেঙে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন তিনি।
নিজ হাতে গড়া দল থেকে এভাবে বহিষ্কৃত হওয়া কোনও ভাবেই মেনে নিতে পারছেন না মাহাথির। বৃহস্পতিবার ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালেয়শিয়ার (সভাপতি) মাহাথির সহ মোট ৫ জনকে বহিষ্কার করে। তার মাঝে মাহাথির এর পুত্রও রয়েছেন।
মাহাথির ও চারজনের যৌথ বিবৃতিতে বলা হয়, দলীয় সভাপতি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এবং মালেয়শিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিজের অবস্থান নিরাপদ বোধ না করার কারণেই এ উদ্দৌগ নেয়া হয়েছে।
অন্যদিকে মাহাথির এর বিরোধীরা বলছে, প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পদে মহিউদ্দিনের নেতৃত্বকে প্রত্যাখ্যান করায় স্বাভাবিকভাবেই তার সদস্যপদ বাতিল হয়ে গেছে। যদিও এ নিয়ে বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করবেন বলে মাহাথির জানান।