মঙ্গলবার কেবিনেট বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির তথ্য মন্ত্রী মনিকা মুতাসভাংগাওয়া বলেন, আভ্যন্তরীণ ফ্লাইটসমূহ পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।
আরও পড়ুন….
- ২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক
- ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন
পরে আন্তর্জাতিক ফ্লাইটগুলোও খুলে দেয়া হবে। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় জিম্বাবুয়ে সরকার আভ্যন্তরীণ ফ্লাইটসমূহ ধীরে ধীরে খুলে দেয়ার প্রস্তুতি নিয়েছে। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে কোভিড-১৯ এ সংক্রমণের হার কমছে। খবর সিনহুয়ার।
জিম্বাবুয়েতে ৬ হাজার ৫৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৫,২৪১ জন। মারা গেছে ২০৩ জন।