ভারত মহাসাগরে বিশাল দুটি টেকটনিক প্লেট ভেঙে দুই টুকরো হয়ে গেছে। এতে বিজ্ঞানীরা ভয়ানক ভূমিকম্পের আশংকা দেখছেন।
ভারতীয় গণমাধ্যমসমূহের প্রতিবেদনে জানা যায়, এই দুটি টেকটনিক প্লেট দূরে সড়ে যাচ্ছে কিন্তু যার গতি খুবই কম এবং এই গতিতে চললে ১০ লক্ষ বছর সময় লাগবে এক মাইল পাড়ি দিতে। কিন্তু এই প্রক্রিয়া ঘটছে সমুদ্রের তলদেশে ফলে এর পরিবর্তন খুব বেশি বোঝা যাচ্ছে না।
এ প্রতিবেদনে দেখা যায় বিজ্ঞানীরা খুবই দুশ্চিন্তায় পড়ে গেছেন কেননা দুটো প্লেটের আলাদা হয়ে যাওয়ার গতি খুবই সীমিত হলেও এভাবে প্লেট সড়ে যাওয়ার ফলে ভয়ানক ভূমিকম্পের সম্ভাবনা বেড়ে যায়। তবে বড় কোনও ভূমিকম্প হতে পারে তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না বিজ্ঞানীরা।
ভারত মহাসাগরে আট বছর আগে এক ভূমিকম্প হয়েছিল এরপর থেকেই ঐ প্লেটের বেশ পরিবর্তন দেখছেন বিজ্ঞানীরা।