বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। ইতালি, স্পেন, ব্রিটেন, ভারত ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রে অব্যাহত মৃত্যু মিছিল। এখনও পর্যন্ত নিশ্চিতভাবে করোনার টিকা আবিষ্কার হয়নি। তবে তার আগেই মৃতের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বকে। একনজরে দেখে নেওয়া যাক , সারাবিশ্বে করোনা আক্রান্তদের নিয়ে এমুহূর্তের পরিসংখ্যান।
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়াল।এখন পর্যন্ত মোট আক্রান্তের খবর পাওয়া গেছে ৯ লাখ ৩৫ হাজার ৫৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৩৫৭ জন। আর মারা গেছেন ৩ হাজার ৭১৮ জন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৪৬ হাজার ১৫০ জনের।যে সংখ্যাটি মোটেও সন্তোষজনক নয়। কারণ গত ৫ দিনে ১৪ শতাংশ থেকে বেড়ে ১৯ শতাংশে দাঁড়িয়েছে করোনায় মৃতের পরিসংখ্যান। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে হয়ে উঠেছেন
১ লাখ ৯৩ হাজার ৩৫০ জন। করোনা ভাইরাসে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৮১ শতাংশে দাঁড়িয়েছে । যা আগে ছিল ৮৭ শতাংশ। ৯ লাখেরও বেশি আক্রান্তের মধ্যে করোনায় গুরুতর অসুস্থদের সংখ্যা ৫ শতাংশ। যা আগের মতো পরিস্থিতিতেই রয়েছে। ৩৪,৮৫৫ জন আপাতত গুরুতর অবস্থায় রয়েছেন। ৬,৩২৯৪৫ জনের অসুস্থতা সেভাবে গুরুতর নয়। যদিও এরাও করোনায় আক্রান্ত।
করোনার পাদুর্ভাবে বিধ্বস্ত বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশে ২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত। নতুন করে ১১৭৫৯ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ৪৩৯৪ জনের। ইতালিতে মৃতের সংখ্যা ১৩,১৫৫ জন। আক্রান্ত ১১০৫৭৪ জন। স্পেনে আক্রান্ত ১০২১৩৬ জন।মৃত্যু হয়েছে ৯ হাজার মানুষের। তবে স্পেনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইতালির থেকে বেশি।