ভারতের রাজধানী নয়া দিল্লিতে অবস্থিত ২০০ বছর পুরনো একটি মসজিদে প্রধান গম্বুজ ভেঙে গেছে। শহরে ভারি বৃষ্টির ফলে রবিবার ভোর পৌনে সাতটার দিকে তা ভেঙে পড়ে বলে জানিয়েছেন মসজিদের ইমাম।
রবিবার বন্যায় দিল্লিতে দুই জনের প্রাণহানি হয়েছে। একই সঙ্গে বেশ কিছু বাড়ি ও গাছ ভেঙে গেছে। অত্যাধিক বৃষ্টির কারণে দিল্লির অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। কিছু কিছু এলাকায় এতটাই পানি হয়ে যায় যে, আস্ত একটি বাস পানিতে ডুবে যায়। এছাড়াও দিল্লিতে একটি খালের ধারে বানানো ঘর ভেঙে পড়ে।
লাল বেলে পাথরের নির্মিত মুবারক বেগম মসজিদটি ১৮২৩ সালে নির্মাণ করা হয়েছিল। পুরনো দিল্লির এতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে এই মসজিদটি অন্যতম।
মসজিদের ৪৫ বছরের ইমাম মোহাম্মদ জাহিদ আনাদোলু এজেন্সিকে বলেছেন, ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে প্রচণ্ড শব্দে গম্বুজ ভেঙে পড়ে। ভেঙে পড়ার সময় আমি মসজিদের ভেতরে ঘুমাচ্ছিলাম। মসজিদটিতে এখন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে নামাজ ও শিক্ষাদান উন্মুক্ত প্রাঙ্গণে চলছে।