ডাক্তার হাদিও আলী খাজাস্তিন। দক্ষিন জাকার্তা নিবাসী এই সুদর্শন চিকিতসক ইন্দোনেশিয়ার করোনা আক্রান্তদের চিকিতসা সেবায় সর্বান্তকরনে আত্মনিয়োগ করেছিলেন।মৃত্যুর আগে বাড়িতে এসে বাচ্চাদের গেটের বাইরে থেকে দেখে চলে গেলেন এবং তারপরে তিনি বিশ্বকে বিদায় জানালেন। এতো কষ্ট হলেও তিনি নিজের বুকের সাথে বাচ্চাদের স্পর্শও করতে পারেননি। এই ছবিটি সর্বদা মনে রাখার মতো, এই বেদনাময় চিত্রটি মহা ত্যাগের জ্বলন্ত উদাহরণ। এটি ইন্দোনেশিয়ার ডাঃ হাইদি আলীর শেষ ছবি। রোগীদের চিকিৎসা করার সময় নিজেই করোনায় আক্রান্ত হয়েছিলেন।
যখন তিনি অনুভব করলেন যে তিনি আর বাঁচবেন না, তখন তিনি বাড়িতে গিয়ে গেটের বাইরে দাঁড়িয়েছিলেন।তার সন্তান এবং গর্ভবতী স্ত্রীকে শেষবারের মতো তাকাচ্ছেন এবং তারপর চলে যান, এই ছবিটি তাঁর স্ত্রী তোলেন।যখন তিনি তার বাচ্চাদের ও স্ত্রীকে আন্তরিকভাবে দেখতে এবং তাদের বিদায় নিতে এসেছিলেন, তিনি অনেক দূরে দাঁড়িয়েছিলেন, তিনি চাননি তার স্ত্রী, সন্তানদের কাছে ভাইরাস ছড়িয়ে পড়ুক।
পত্রিকায় প্রকাশ এ পর্যন্ত ছয়জন চিকিৎসক করোনা রোগীদের সেবা দিতে গিয়ে ইন্দোনেশিয়ায় মৃত্যুবরন করেন। হে মহান সৃষ্টিকর্তা, সবাইকে ক্ষমা করে দিন। এবং শাহাদাতের মর্যাদায় জান্নাতের বাসিন্দা করুন।