প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে ক্ষমতা থেকে হটাতে বিক্ষোভ চলছে দেশজুড়ে।
প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশের সীমান্তে সেনাদল গঠনের চেষ্টা করছে বিদেশি শক্তি ন্যাটো। কিন্তু ন্যাটোর পক্ষ থেকে এমন অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। দেশটির রাজধানী মিনস্কে নতুন করে বিক্ষোভে নামে বিরোধী দল।
আলেকজান্ডার ভোট চুরি করেছে এবং তাকে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। দু সপ্তাহ ধরে চলা বিক্ষোভে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও কারাগারে তাদের নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা আলেক্সান্ডার লুকাশেঙ্কো এবারের নির্বাচনে ৮০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন।যেখোনে বিরোধী দল পেয়েছে ১০ শতাংশ।
তবে ভোটের এই ফল মানতে নারাজ তারা। এর জের ধরেই দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।