সাম্প্রতিক শিরোনাম

ভারতের পর বাংলাদেশের কিছু অংশও নিজেদের মানচিত্রে সংযুক্ত করলো নেপাল : হিন্দুস্থান টাইমস

বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও দিনাজপুর, নীলফামারী জেলা ও রংপুর জেলার একাংশ নেপাল তাদের ম্যাপে সংযুক্ত করেছে বলে জানায় হিন্দুস্থান টাইমস। যদিও এর আগে নেপালের সাথে বাংলাদেশের সীমানা জনিত সমস্যা গুলো আন্তর্জাতিক আদালতে সমাধান হয়।

অন্যদিকে দ্য হিন্দু জানায়, বহু বছর পূর্বে নেপালের রাজা যেসব রাজ্য শাসন করতেন কাল ক্রমে সেগুলো অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায় নেপাল থেকে। নেপাল সেই ম্যাপ ধরেই নতুন করে সেসব স্থান উদ্ধার করতে সংশ্লিষ্ট দেশগুলোকে চাপ প্রয়োগ করছে।

নেপাল তার দেশের নতুন মানচিত্র প্রণয়নের লক্ষ্যে সংবিধানের সংশোধন পরিকল্পনা অস্থায়ীভাবে স্থগিত করেছে। সংবিধান সংশোধনের সঙ্গে জড়িত কয়েকজন হিন্দুস্তান টাইমসকে স্থগিতের বিষয়টি জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অনেকটাই স্ব-উদ্যোগে নিজেদের মানচিত্রে ভারতের অংশ বিশেষ দেখানোর প্রস্তুতি নিয়েছেন।

নতুন রাজনৈতিক মানচিত্রে ভারতের অধীনে থাকা কালাপানি, লিমাপিউধারা এবং লিপুলেখতে অন্তর্ভুক্ত করতে চায় নেপাল। এটাকে ভারতের বিরুদ্ধে অতি জাতীয়তাবাদী পদক্ষেপ হিসেবেই দেখছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। বর্তমান ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অনেকটা চীন নির্ভর। মূলত চীন আর পাকিস্তানের ইন্দনে নেপাল পুনরায় সীমান্ত নিয়ে নতুন মানচিত্র প্রণয়ন করছে।

বহু বছর ধরেই নেপালের অতি জাতীয়তাবাদী একটি অংশ বলে আসছে, বৃহত্তর নেপাল নামের এক তত্ত্বের কথা। সে অনুযায়ী প্রাচীনকালে নেপাল রাজপরিবারের শাসনাধীন ভারত ও বাংলাদেশের বেশ কিছু অংশ তারা নেপালের মানচিত্রে যোগ করার দাবি করে আসছে। এর মধ্যে রয়েছে ভারতের জলপাইগুড়ির একাংশ, দার্জিলিং এর একাংশ, উত্তর দিনাজপুর জেলা।

রাজনৈতিক একটি মহল বলছে, পরের ধাপে পুরো বৃহত্তর নেপালের মানচিত্র প্রকাশ করে সংশ্লিষ্ট দেশগুলোকে চাপে রাখতে চায় নেপাল সরকার। যদিও সরাসরি নেপালি সূত্রে এমন কোনো তথ্য নির্ভর খবর এখনো পাওয়া যায়নি।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...