ভারতের এক লাখের বেশি ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে। এসব হামলার অনেকগুলোর সঙ্গে চীন ও পাকিস্তান জড়িত ছিল বলে প্রতীয়মান হচ্ছে। ফলে দৃশ্যত ভারতের জন্য বিষয়টি বড় ধরণের সাইবার ঝুঁকি হয়ে দেখা দিয়েছে। ভারতের ইলেক্ট্রনিকস এবং টেকনোলজি শুক্রবার দেশটির রাজ্যসভাকে এ তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, গত পাঁচ বছরে ১ লাখ ২৯ হাজার সাতশ ৪৭টি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।
ভারতের কম্পিউটার বিষয়ক জরুরি সেবা সংস্থা সিইআরটি-ইন বা ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম এসব হামলার উৎস দেশ চিহ্নিত করতে পেরেছে।
সিইআরটি-ইন বলেছে, ভিন্ন দেশের হ্যাকাররা ভারতীয় ওয়েবসাইট এবং তাদের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে নিয়মিত হামলা চালায়।
চীন ও পাকিস্তানের হ্যাকররা ছাড়াও এসব হামলায় ফ্রান্স, নেদারল্যান্ড, রাশিয়া, সার্বিয়া, তাইওয়ান ও তিউনিশিয়ার হ্যাকাররা জড়িত রয়েছে বলে জানা গেছে।
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের বিরুদ্ধে সাইবার হামলার এ খতিয়ানে দেখা গেছে, ২০১৬ সালে দেশটির ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে সবচেয়ে বেশি সাইবার হামলা হয়েছে। ওই বছর ৩৩ হাজার ওয়েবসাইটের বিরুদ্ধে হামলা হয়। ২০১৮ সালে ১৭ হাজার ৫৬০টি এবং ২০১৯ সালে ২১ হাজার ৭৬৭টি ওয়েবসাইটের ওপর এ হামলা চালানো হয়।