মিয়ানমারের কমপক্ষে ১৯ পুলিশ কর্মকর্তা সীমান্ত পার হয়ে ভারতের মিজোরাম রাজ্যে প্রবেশ করে দেশটিতে আশ্রয় প্রার্থনা করেছেন।
বৃহস্পতিবার ভারতের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে
ওই পুলিশ কর্মকর্তারা মিজোরামের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের চম্পাই ও সেরচিপে প্রবেশ করেছে। ইস্যুটির সংবেদনশীল হওয়ায় নাম প্রকাশে করেননি ওই কর্মকর্তা। তারা সবাই নিচুস্তরের পুলিশ কর্মকর্তা। তাদের কারও কাছেই অস্ত্র ছিল না।
গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ভারতের ওই পুলিশ কর্মকর্তা বলছেন, আমরা আশা করছি মিয়ানমার থেকে আরো মানুষ আসবে।
রয়টার্স বলছে, ভারতের সঙ্গে একহাজার ছয়শ ৪৩ কিলোমিটারের সীমান্ত সংযোগ রয়েছে মিয়ানমারের। ১ ফেব্রুয়ারি দেশটিতে সেনা অভ্যুত্থানের পর থেকে কমপক্ষে ৫১ জন মানুষকে হত্যা করা হয়েছে।