চার নাগরিকের বিরুদ্ধে ভিসা আবেদনে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কের কথা গোপন করার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।
তিনজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র তাদের গ্রেফতারের খবর জানায়। চতুর্থজনকে খুঁজছে এফবিআই। যিনি সান ফ্রানসিস্কোর চীনা কনস্যুলেটর।
যুক্তরাষ্ট্রের অন্তত ২৫টি নগরীতে বসবাস করা আরো বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই।
চীন গোপনে তাদের সেনা বিজ্ঞানীদের যুক্তরাষ্ট্র পাঠানোর পরিকল্পনা করেছে সন্দেহ থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এফবিআই এ অভিযান চালাচ্ছে।
পিপুলস লিবারেশন আর্মির (পিএলএ) সদস্যরা সেনাবাহিনীর সঙ্গে তাদের ‘প্রকৃত সম্পর্ক’ গোপন করে গবেষণা কাজের নামে ভিসার আবেদন করেছে।
একজন চীনা বিজ্ঞানী সান ফ্রানসিস্কো কনস্যুলেটে আশ্রয় নিয়েছেন। তার পরপরই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হিউস্টনের চীনা কনস্যুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। কনস্যুলেটটি বন্ধ করার জন্য শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
নিজেদের ‘মেধাস্বত্ব সুরক্ষিত রাখতে’ ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেদিন জানিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এভাবে চীন আমাদের উন্মুক্ত সমাজ ব্যবস্থার সুবিধা নিয়ে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে নিজেদের স্বার্থসিদ্ধি করার পরিকল্পনা করেছে।