ভেনিজুয়েলার একটি তেল শোধনাগারের কাছ থেকে আটক করা মার্কিন গোয়েন্দা ম্যাথু জন হিথের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।
ভেনিজুয়েলার প্রধান কৌঁসুলি তারেক উইলিয়াম সাব গত সোমবার বলেন, মার্কিন এ নাগরিক ভেনিজুয়েলার তেল শিল্প ও বিদ্যুৎ ব্যবস্থায় হামলার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে এসেছিলেন।
তিনি ভেনিজুয়েলার রক্তের বন্যা বইয়ে দিতে এসেছিলেন।
আরও জানান, মার্কিন নাগরিক হিথের কাছে কোনো পাসপোর্ট ছিল না এবং তিনি কলম্বিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করেছিলেন।
তবে তার জুতার ভেতরে ভেনিজুয়েলা কর্তৃপক্ষ হিথের পাসপোর্টের একটি পটোকপি পেয়েছে।
হিথের কাছে একটি বিশেষ মুদ্রা ছিল, যা মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র সঙ্গে সম্পর্কযুক্ত। তবে এ বিষয়ে তারেক সাব বিস্তারিত কিছু বলেননি। তিনি জানিয়েছেন, এর আগে হিথ আমেরিকার একটি প্রাইভেট সামরিক প্রতিষ্ঠানে ঠিকাদার হিসেবে কাজ করেন।