দাবানল ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্য। স্থানীয় পাঁচ লাখের বেশি মানুষ ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। ওরেগন রাজ্য কতৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গভর্নর কেট ব্রাউন বলছেন, এখনো হতাহতের সংখ্যা ঠিক জানা যায়নি। এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল জুড়ে ১০০টিরও বেশি জায়গায় জ্বলছে দাবানল। এই দাবানলের কারণেই ওরেগন,ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের বেশ কয়েকটি শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৪৪ লাখ একর জমি দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে।