মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কাতারের আমির

মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি।

পাশাপাশি এই ভয়াবহ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি জানায়, ঘটনার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আলাদা আলাদাভাবে শোকবার্তা পাঠান। 

ঘটনার পর থেকে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। 

দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।