ক্রাইস্টচার্চের মসজিদে হামলার শুনানিতে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে হামলাকারী ব্রেন্টন টারান্ট। বুধবার মামলার বিচারককে তিনি একথা জানিয়েছেন।
জুলাই মাসে টারান্ট তার আইনজীবীদের বরখাস্ত করেন। আত্মপক্ষ সমর্থন করে নিজেই আদালতে বক্তব্য দেয়ার সিদ্ধান্ত নেন।
শুনানির শেষ দিনে আত্মপক্ষ সমর্থন করে তার বক্তব্য দেয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।
পক্ষে বক্তব্য উপস্থাপন করতে তাকে একজন আইনজীবী নির্ধারণ করে দিয়েছে আদালত।
তিন দিনব্যাপী শুনানিতে টারান্টের সামনে বক্তব্য পাঠ করেন ৯১ জন। আদালতে টারান্টকে বিনা জামিনে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার অনুরোধ জানিয়েছেন তারা।















