মহামারির মধ্যে সৌদি আরবের ধিবা সমুদ্রবন্দরে গতকাল রবিবার প্রথম পর্যটকবাহী প্রমোদ তরী প্রবেশ করেছে। গ্রীষ্মকালে পর্যটক আসা-যাওয়ার ব্যাপারে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা এবং জ্বালানি তেল নেওয়ার জন্য জাহাজটি সেখানে গেছে।
বাদশাহ আবদুল্লাহ বন্দর, বাদশাহ আবদুল্লাহ অর্থনৈতিক শহর রাবিগ থেকে ইয়ানবু বাণিজ্যিক বন্দর হয়ে সানডালা দ্বীপে যাওয়া যাবে প্রমোদ তরীতে চড়ে।
সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ (এসটিএ) ঘোষণা দেয়, ২৭ আগস্ট থেকে লোহিত সাগরে প্রমোদ তরী চলাচল করবে। এসব জাহাজ পাঁচ তারকা মানের এবং সেগুলোতে সুস্বাদু খাবার পাওয়ার কথাও জানানো হয়।