মহামারি শেষ না হওয়ার পর্যন্ত ট্রাম্প বিশ্রাম নেবেন না: ফার্স্ট লেডি মেলানিয়া

মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, করোনা মহামারি শেষ না হওয়ার পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্রাম নেবেন না।

রিপাবলিকানদের জাতীয় কনভেনশনের বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা জানান। সেই সঙ্গে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও লুটপাট বন্ধ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার কনভেনশনের দ্বিতীয় দিন শুরু হয় উইসকনসিনে পুলিশের গুলিতে আহত জেকব ব্লেকের জন্য প্রর্থনার মধ্য দিয়ে।

হোয়াইট হাউজের রোজ গার্ডেন থেকে দেয়া বক্তব্যে তিনি স্বাস্থ্যকর্মীদের পরিশ্রমকে শ্রদ্ধা জানান।

সেই সঙ্গে করোনা আক্রান্তদের সুস্থতা কামনা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

রিপাবলিকানদের কনভেনশনে বক্তব্য দিয়েছেন এরিক ও টিফানি ট্রাম্প, আইওয়ার গভর্নর কিম রেইনল্ডস, কেনটাকির অ্যাটর্নি জেনারেল ড্যানিয়েল ক্যামেরনসহ আরো অনেকে।

প্রথমদিন নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আবারও দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয় ট্রাম্পকে।