মার্কিন অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে ইউরোপকে অবশ্যই রুখে দাঁড়াতে বললেন রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার দেশের বিরুদ্ধে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার কঠোর নিন্দা ও সমালোচনা করেছেন।

তিনি বলেন, মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে ইরান ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারছে না। মার্কিন এই অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে তিনি ইউরোপের দেশগুলোকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানের ওপর নিষ্ঠুর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে আমেরিকা প্রায় সাড়ে আট কোটি মানুষের জীবনকে পণবন্দী করেছে এবং ইরানে জীবনরক্ষাকারী ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আসতে দিচ্ছে না।  ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সৌল নিনিসতোর সঙ্গে আজ (মঙ্গলবার) এক টেলিফোন সংলাপে এসব কথা বলেন হাসান রুহানি।

তিনি বলেন, চলমান অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে ফিনল্যান্ডের উচিত তার দায়িত্ব পালন করা এবং মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানানো।