ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন ও ইসরায়েলি পরমাণু অস্ত্র এখন গোটা পশ্চিম এশিয়াকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
জাপানের হিরোশিমায় আমেরিকার প্রথম পরমাণু বোমা হামলার বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার এ কথা বলেছেন।
বিশ্ববাসী পারমাণবিক দুঃস্বপ্নের অবসান চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৭৫ বছর আগের ঠিক এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র নিরপরাধ মানুষের ওপর পরমাণু বোমা ফেলে কলঙ্কিত হয়েছে, তারা বিশ্বে প্রথম ও একমাত্র পরমাণু বোমা ব্যবহারকারী দেশের কলঙ্ক গায়ে মেখেছে।
ইসরায়েল পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্রের বড় মজুদ গড়ে তুলেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের এই পারমাণবিক অস্ত্র গোটা অঞ্চলের জন্যই হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, পরমাণু অস্ত্র উৎপাদন ও মজুদ বন্ধের যে দাবি বিশ্বব্যাপী উত্থাপিত হয়েছে তা বাস্তবায়নের প্রক্রিয়া দীর্ঘ দিন ধরে থেমে আছে।