সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা,জো বাইডেন,বিল গেটস সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বিশিষ্টজনের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এফবিআই-এর আশঙ্কা, টুইটার সিস্টেমে যে পরিস্থিতি তাতে আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে। এর জের ধরে জনসাধারনণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বুধবার বেশ কয়েকজন বিশিষ্টজনের অ্যাকাউন্টসহ ১৩০টি অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। হ্যাকড হওয়া অ্যাকাউন্টের তালিকায় বারাক ওবামা, রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন, বিলিয়নিয়ার এলন মাস্ক, অ্যামাজন সিইও জেফ বেজোস, কেনি ওয়েস্ট ও তার স্ত্রী টিভি সেলিব্রেটি কিম কার্দেশিয়ানও। হ্যাক হওয়া সব টুইটার অ্যাকাউন্ট থেকে একইরকম পোস্ট দেওয়া হয়েছে। বলা হয়েছে, করোনাভাইরাসের মোকাবেলায় আমি সমাজের জন্য কিছু করতে চাই। আমার অ্যাকাউন্টে আপনারা ১০০০ মার্কিন ডলার দিলে আমি ২০০০ মার্কিন ডলার ফেরত দেব।
টুইটার বলছে, এটি একটি সমন্বিত আক্রমণ। তাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে অভ্যন্তরীণ সিস্টেম ও টুল ব্যবহার করে। হ্যাকার সেই নিয়ন্ত্রণ ব্যবহার করেই সবচেয়ে বেশি দেখা যায় এমন অ্যাকাউন্ট ও টুইটারগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে।
বৃহস্পতিবার তদন্ত শুরুর ঘোষণা দিয়ে এফবিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, ক্রিপ্টো কারেন্সি জালিয়াতির কাজে ব্যবহারের জন্য টুইটার অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয়েছে।