মালয়েশিয়ার করোনা পরিস্থিতি নিয়ে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি আদহাম বাবা বলেছেন তার দেশের করোনার বিস্তারের মুল কারন ধর্মীয় সমাবেশ। তার দেশের আক্রান্তদের মধ্যে জরীপে দেখা গিয়াছে অধিকাংশ রোগী রোগ বহন করেছেন ধর্মীয় সমাবেশ থেকে এবং এদের প্রায় সবাই ছিলেন জামেক সেরি পাতালিং মসজিদের আগত তাবলীগের সদস্য।
এরই মধ্যে নতুন যে ৭৭ রোগী সনাক্ত হয়েছে তারা সেলাঙ্ঘরের আরেকটি তাবলীগ থেকে এসেছে। সেখানে ১২ দেশের ১৬০০০ মুসল্লি জমায়েত হয়েছিল। তাদের মধ্যে ১৪৫০০ ছিল মালয়েশিয়ান। ভিয়েতনাম থেকে একটি তাবলীগ দল আসার পর সেলাঙ্ঘরের শাহআলম এলাকার একটি মসজিদ স্থানীয়রা বন্ধ করে দিয়েছে।
মালয়েশিয়ার গণমাধ্যমগুলো বলছে মালয়েশিয়ায় বিদেশী শ্রমিকরা এবং নিম্ন আয়ের মানুষেরা যেভাবে তাদের জীবন অতিবাহিত করছে তাতে তাদের মধ্যে করোনা একবার সংক্রমিত হলে মালয়েশিয়ার পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে যাবে।