মিয়ানমারে সামরিক শাসকের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা, জনবসতি আগুনে পুড়ানো সহ চলতি মাসে স্কুলে বিমান হামলা করে ১৪ শিশু হত্যা সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। ইন্দোনেশিয়ার আইনে ইন্দোনেশীয় ও বিদেশি সবার সমান অধিকার।
তাই বিচারের সর্বজনীন এখতিয়ার প্রয়োগের সুযোগ ইন্দোনেশিয়ায় আছে।এজন্য ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালতে মামলা করা হয়েছে। আজ ওই মামলার শুনানি হওয়ার কথা।
মামলাটি করেছেন, মারজুকি দারুসমান। ইন্দোনেশিয়ার আইনজীবী, মানবাধিকারকর্মী। জাতিসংঘের হয়ে তিনি মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার তদন্ত করেছেন। সক্রিয়ভাবে কাজ করেছেন উত্তর কোরিয়া, শ্রীলঙ্কা পরিস্থিতি নিয়েও। বর্তমানে তিনি মিয়ানমারবিষয়ক একটি আন্তর্জাতিক পরামর্শক কমিশনের সদস্য হিসেবে দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।