মিয়ানমারে বিক্ষোভকারীদের দমনে শুক্রবার আবারও গুলি চালিয়েছে পুলিশ। এতে একজন নিহত হয়েছেন।
সামরিক শাসনের বিরুদ্ধে মিয়ানমারে সাধারণ মানুষের প্রতিবাদ বিক্ষোভ শুক্রবারও অব্যাহত রয়েছে। এদিন পুলিশ আবারও বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে একজন নিহত হয়।
শুক্রবার বিক্ষোভ মিছিলে পুলিশ বিক্ষোভকারীদের হটাতে আবারও গুলি চালিয়েছে। একজন বিক্ষোভকারী গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ইয়াঙ্গুনের কেন্দ্রস্থলে পুলিশ রাবার বুলেট চালিয়েছে। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে সাদা কোট পরে ১০০ চিকিৎসকও উপস্থিত ছিলেন।
মিয়ানমারের সামরিক জান্তার নিন্দায় বিশ্ব যখন সরব তখনই দেশটিতে বিক্ষোভকারীদের দমনে কঠোর হয়ে উঠেছে দেশটির সরকার। এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল সঙ্কট নিরসনে আলোচনার উদ্যোগ নিচ্ছে।
অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ চলছে।
মাসব্যাপী এই বিক্ষোভে সেনা ও পুলিশের গুলিতে এ পর্যন্ত মারা গেছে ৫০ জনের বেশি। এর মধ্যে গত বুধবার একদিনেই পুলিশের গুলিতে মৃত্যু হয় ৩৮ জনের।