মঙ্গলবার (২৩ মার্চ) জান্তা বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে লাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে ছোট্ট শিশুটিকে।
আন্তর্জাতিক শিশু সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, গত ফেব্রুয়ারি থেকে দেশটিতে সামরিক সরকার বিরোধী বিক্ষোভে অন্তত ২০ শিশুর মৃত্যু হলো।
একইদিন এক সংবাদ সম্মেলনে ভার্চুয়াল বক্তব্য রাখেন জান্তা সরকারের মুখপাত্র ও ইয়াংগুন প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ফিয়ো মিন থেইন।
দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে নিজের হাতে টাকা ও স্বর্ণ দেয়ার অভিযোগ করেন তিনি।
এসময়, সহিংসতায় হতাহতদের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করা হলেও, মিয়ানমারজুড়ে চলমান অগ্নিসংযোগ ও সহিংসতার জন্য বিক্ষোভকারীদেরকেই দায়ী করা হয়।