মেক্সিকোর মধ্যাঞ্চলে ফুটো হয়ে যাওয়া একটি তেলের পাইপলাইন হতে তেল সংগ্রহ করার জন্য গিয়ে আগুন লেগে বিস্ফোরণে অন্তত ৬৬ জন নিহত ও ৭৬ জন আঘাতগ্রস্থ হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার বিকালবেলা এ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলা হয়ে থাকে দেশটির অফিসারদের বরাত দিয়ে শনিবার মেসেজ কোম্পানী এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
মেক্সিকোর হিদালগো রাজ্যের প্রাদেশিক শাসনকর্তা ওমর ফায়েদ জানান, পাইপ হয়ে তেল বের থেকে থাকে তাহলে স্থানীয় লোকজন তেল কালেক্টের জন্য সেখানে ভিড় জমায়। তাদের তেল চুরির এক অবস্থায় সেখানে অগ্নি লেগে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জন নিহত ও ৭৬ আঘাতগ্রস্থ হওয়ার ইনফরমেশন পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেল পাচারকারীরা পাইপলাইনটি ফুটো করে দিলে বের থেকে থাকা তেল সংগ্রহ করে সেখানে ভিড় জমায় স্থানীয় কয়েকশ’ মানুষ। তারা গ্যালন ও নানারকম পাত্রে তেল কালেক্ট করার জন্য থাকেন। এক পর্যায়ে তাদের নিবৃত করার জন্য সেখানে অভিযান আরম্ভ করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই এক পর্যায়ে পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে ও অগ্নি লেগে যায়।