সাম্প্রতিক শিরোনাম

মোদির মন্ত্রিসভায় নিশীথ, গাইবান্ধায় খুশির বন্যা


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বুধবার দেশটির মন্ত্রিসভায় রদবদল করেছেন। মন্ত্রিসভায় স্থান পেয়েছেন নিশীথ প্রামাণিক। এরপর থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামে খুশির বন্যা বইছে।


মোদির মন্ত্রিসভায় স্বরাষ্ট্র এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ৩৫ বছর বয়সী নিশীথ। তাঁর বাপ–দাদার ভিটা গাইবান্ধার ভেলাকোপায়। এখনো সেখানে বসবাস করেন নিশীথের আত্মীয়স্বজন। ঘরের ছেলের প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দে মেতেছেন তাঁরা। মিষ্টি বিতরণ করেছেন।


নিশীথের জ্যাঠা দক্ষিণা রঞ্জন প্রামাণিক ভেলাকোপার পুরোনো বাসিন্দাদের একজন। শনিবার মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘নিশীথের বাবার নাম বিধু ভূষণ প্রামাণিক। তিনি দেশভাগের আগে ভারতের কোচবিহারে পাড়ি জমান। সেখানে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছেন। বিধু ভূষণের একমাত্র সন্তান নিশীথ। আগেই ভারতের সাংসদ হয়েছেন নিশীথ। এবার মন্ত্রিসভায় জায়গা করে নিলেন। মাত্র ৩৫ বছর বয়সে এত অর্জন! প্রতিক্রিয়া জানানোর ভাষা আমাদের জানা নেই।’
২০১৮ সালে ঢাকায় এসেছিলেন পশ্চিমবঙ্গের রাজনীতিক নিশীথ প্রামাণিক। ওই সময় তিনি ভেলাকোপায় বাপ-দাদার ভিটায় বেড়াতে এসেছিলেন। সময় কাটিয়েছেন এখানে বসবাস করা আত্মীয়স্বজনের সঙ্গে। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক নিশীথ প্রামাণিক।


নিশীথের প্রতিমন্ত্রী হওয়ার খবর শুনে ভীষণ উচ্ছ্বসিত সঞ্জিত কুমার প্রামাণিক। সম্পর্কে তিনি নিশীথের জ্যাঠাতো ভাই। সঞ্জিত জানান, কম্পিউটার বিষয়ে স্নাতক করেছেন নিশীথ। লেখাপড়া শেষে শিক্ষকতা পেশায় যুক্ত হন। কিছুদিন পরে শিক্ষকতা ছেড়ে দেন। শুরু করেন রাজনীতি। কোচবিহারে তাঁর জনপ্রিয়তা রয়েছে। শুরুতে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার যুব সেক্রেটারি ছিলেন। সঞ্জিত বলেন, ‘নিশীথ ভারতের প্রতিমন্ত্রী হওয়ায় আমরা খুবই খুশি।’


ভেলাকোপা গ্রামের বাসিন্দা মোতাহার হোসেন বলেন, ‘নিশীথ প্রামাণিক ভারতের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। এ কারণে ভেলাকোপার মানুষ খুবই আনন্দিত। নিশীথ প্রামাণিক তাঁর যোগ্যতা ও জনপ্রিয়তার মূল্যায়ন পেয়েছেন।’ পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘নিশীথ ছোটবেলা থেকেই মেধাবী ও আত্মবিশ্বাসী।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...