৬৭ বছর আগের এই দিন আমেরিকা ও ব্রিটেন এক অভ্যুত্থানের মাধ্যমে ইরানের তৎকালীন নির্বাচিত মোসাদ্দেক সরকারকে ক্ষমতাচ্যুত করে। সেদিন ইঙ্গো-মার্কিন গোষ্ঠী ইরানি জনগণের সম্মানজনকভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল।
আমেরিকার ধ্বংসাত্মক তৎপরতার কথা উল্লেখ করে বলেছ্নে, মার্কিন যুক্তরাষ্ট্রকে সব সময় ইরানি জনগণের কাছে অপমানিত হতে হয়েছে। ১৯৫৩ সালের ১৮ আগস্ট ইরানে বিদেশি চক্রান্তে সংঘটিত অভুত্থানের বার্ষিকীতে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন তিনি।
১৯৭৯ সালে ইরানে ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমেরিকা আবার তার পুরনো নীতিতে ফিরে যায়। কিন্তু তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র সমব সময় ইরানি জনগণের কাছে অপমানিত হয়েছে।
১৯৫৩ সালে ইঙ্গো-মার্কিন মদদে সংঘটিত অভ্যুত্থানে ইরানের তৎকালীন নির্বাচিত মোসাদ্দেক সরকারের পতন ঘটে। সম্প্রতি ওই অভ্যুত্থানে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন কোনো কোনো মার্কিন কর্মকর্তা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ব্যর্থ নীতি পরিবর্তনের সময় কি আসেনি?