যুক্তরাষ্ট্রের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে কলোরাডোর বৌলডার শহরের ওই মার্কেটে একজন বন্দুকধারী গুলি চালান।
ঘটনায় পুলিমের একজন কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থলে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করে রাখা আছে। পুলিশ জানিয়েছে, কিং সোপার্স সুপারমার্কেটে হামলা চালানো হয়েছে এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সুপারমার্কেটে ঢুকে হঠাৎ করেই রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে এক ব্যক্তি।
পুলিশ বলছে, আটক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জনগণের আর ভয় পাওয়ার কারণ নেই।