মহামারি করোনাভাইরাস নিয়ে আবারও সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও জানিয়েছে, যে দেশগুলোতে ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার হার অনেকটাই কমে এসেছে, সে দেশগুলোতে শিগগিরই দ্বিতীয়বার প্রকোপ শুরু হতে পারে। খবর সিএনএন-এর
এ ব্যাপারে সংস্থাটির জরুরি স্বাস্থ্য বিভাগের প্রধান মাইক রায়ান বলেছেন, ‘সারাবিশ্বজুড়ে প্রথমবার সংক্রমণের মধ্যবর্তী অবস্থায় আছি আমরা। আমরা এমন এক অবস্থায় আছি, যখন এটি যে কোনো সময় ফিরে আসতে পারে।’
তিনি আরও বলেন, এ বছরের শেষের দিকেই আবারও করোনার প্রকোপ দ্বিতীয়বার শুরু হতে পারে। এমনকি যে সব দেশে করোনার প্রকোপ কমে গেছে, সেসব দেশেও দ্বিতীয়বার প্রকোপ শুরু হতে পারে যে কোনও সময়।
এ সময় তিনি সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দেন। বিশ্ব দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের খুব কাছাকাছি আছে বলেও তিনি সবাইকে সতর্ক করেন।