কয়েক দিন পর রাশিয়ায় কয়েকটি দেশের সেনাবাহিনীর সঙ্গে মিলে যৌথ মহড়ায় অংশ নেওয়ার কথা ছিল ভারতের। কিন্তু চীন থাকায় সেই মহড়া থেকে সরে এসেছে ভারত।
রাশিয়ায় হতে চলা ওই মহড়ার নাম ‘ক্যাভকাজ ২০২০’। আগামী ১৫ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া হওয়ার কথা। তাতে রাশিয়াসহ মোট ২০টি দেশের অংশ নেওয়ার কথা। তাতেই নাম ছিল ভারতেরও।
কিন্তু আপত্তি রয়েছে চীনের অংশ নেওয়া নিয়ে। জানা গেছে, এই মহড়ায় ভারত যে অংশ নেবে না, তা জানিয়ে রাশিয়াকে খুব তাড়াতাড়ি চিঠি দেবে মোদি সরকার। রাশিয়ার মধ্যস্থতায়ও চীনের সঙ্গে কোনো রকমের আপস করতে নারাজ ভারত।
রাশিয়ায় হতে চলা মহড়ায় চীন ছাড়াও পাকিস্তানের সেনাবাহিনীরও অংশ নেওয়ার কথা। অবশ্য ভারতীয় সেনার এক কর্মকর্তা জানিয়েছেন, শুধুই কূটনৈতিক কারণ নয়, এই মহড়ায় অংশ না নেওয়ার পেছনে অন্য আরো একটি কারণ রয়েছে।
এই মহড়া হওয়ার কথা উত্তর রাশিয়ার আস্ত্রাখান অঞ্চলে। সেখানে করোনা সংক্রমণ দেশের মধ্যে সর্বাধিক। তাই এ অবস্থায় সেনাবাহিনীর সদস্যদের শরীরের ঝুঁকি নিতে নারাজ নয়াদিল্লি।
তাই এই মহড়া থেকে ভারত নাম প্রত্যাহার করে নিতে চায় বলে জানিয়েছেন তিনি।