সংক্রমণ ঠেকাতে জারি করা লকডাউন তুলে নেওয়ার দাবিতে অস্ট্রেলিয়াজুড়ে বিক্ষোভ করেছে দেশটির শত শত মানুষ।
শনিবার এই বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
করোনার প্রাদুর্ভাবের কেন্দ্র হিসেবে মেলবোর্নে প্রায় ৩০০ মানুষ শহরের চারদিকে এক মাস ধরে জারি করা কঠোর লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
এ ছাড়া সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেডেও লকডাউনবিরোধী বিক্ষোভ হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, দেশটির আটটি রাজ্যের মধ্যে সাতটি অভ্যন্তরীণ সীমান্তে আগামী ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়ার বিষয়ে একমত হয়েছে।
এ ছাড়া নিউজিল্যান্ডের সঙ্গে ট্র্যাভেল বাবাল শুরু হলে দেশটির পর্যটন খাত আরো চাঙ্গা হবে।
দেশটিতে এখন পর্যন্ত ২৬ হাজার ২৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ৭৫৩ জন।