লাইভ খবর চলছে, পড়ে যাচ্ছেন সঞ্চালক। খবর ঘিরে টানটান উত্তেজনা। কিন্তু অনুষ্ঠানের মাঝে দুর্ঘটনা! হঠাৎই অপ্রত্যাশিতভাবে দাঁত খুলে পড়ে যায় সঞ্চালকের। মুহূর্তেই উত্তেজনাকর অবস্থা থেকে বেরিয়ে আসেন দর্শকরা, হেসে গড়াগড়ি। লাইভ খবর পড়ার কারণে ভিডিও এডিট করারও সুযোগ ছিল না। কাজেই সেই ভিডিও এয়ার করতেই হয় চ্যানেলকে।
মারিচকা ভিডিওটি পুনরায় শেয়ার করে জানিয়েছেন, আমি, খবর পড়তে গিয়ে অন এয়ারে দাঁত হারিয়েছি। এতে করে কিন্তু ওই চ্যানেল বা প্রগ্রামের কোনো সমস্যাই হয়নি। বরং উল্টো আরো জনপ্রিয় হয়ে উঠেছে।
ঘটনা ইউক্রেনের। জানা যায়, ইনি ইউক্রেনের টিএসএন খবরের চ্যানেলের নিউজ অ্যাঙ্কর। এটাই ছিল চ্যানেলের প্রাইমটাইম শো। সকাল ৯টা থেকে শুরু হয় এই অনুষ্ঠান। প্রতিদিনের মতো এদিনও সঞ্চালনা করছিলেন মারিচকা পাদালকো।
















