উত্তপ্ত ভারত ও চীনের সেই লাদাখ সীমান্ত। ঘটনাটি ঘটেছে ২৯ থেকে ৩০ আগস্টের মধ্যে রাতের অন্ধকারে। বিবৃতিতে বলা হয়েছে, সামরিক ও কূটনৈতিকে আলোচনার মধ্যেই চীন ফের উস্কানিমূলক কার্যকলাপের মাধ্যমে পরিস্থিতিতে বদল আনার চেষ্টা করছে।
সীমান্তে উস্কানিমূলক সামরিক কার্যকলাপ করল চীনা সেনারা। তবে ভারতীয় সেনারা রুখে দিয়েছে তাদের সেই কার্যক্রম। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাংগং টিসো হ্রদের দক্ষিণ তীরে চীনা সেনারা এই কার্যকলাপ শুরু করে।
ভারতীয়ও সেনারা চীনা উদ্দেশ্য ব্যর্থ করতে পদক্ষেপ গ্রহণ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু সমানভাবেই দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।