তুরস্কের এফ১৬ যুদ্ধবিমান এবং Acws সহ ১৭টি এয়ারক্রাফট লিবিয়া উপকূলে টহল দিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তুরস্ক লিবিয়াতে ২টি সামরিক ঘাটি করতে ইচ্ছুক। তারা al-Watiya বিমান ঘাটি এবং মিসরাতা নৌবাহিনীর ঘাটি করবে।এবিষয়ে তুরস্ক এবং লিবিয়ার চুক্তি রয়েছে।
তাই তুরস্ক খুব দূত al-Watiya বিমান ঘাটি আধুনিকায়ন শুরু করেছে। গত কয়েক দিনে বেশ কিছু কার্গো বিমান al-Watiya তে এসেছে। এতে পরিষ্কার লিবিয়াতে তুরস্ক অফিসিয়ালি সামরিক ঘাটি তৈরি করছে।
এতে আফ্রিকা সহ ভূমধ্যসাগরে তুরস্কের প্রভাব বৃদ্ধি পাবে। এবং গ্রীস ইসরায়েল সহ বেশ কিছু দেশ চাপে পড়বে।