লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসীকে হত্যার মূল হোতা খালেদ আল মিশাই ঘারিয়ানে এক ড্রোন হামলায় মারা গেছেন। লিবিয়া বিমান বাহিনীর ড্রোন হামলায় মারা যান হাফতার মিলিশিয়া বাহিনীর অন্যতম সদস্য খালেদ মিশাই।
এর আগে গত বৃহস্পতিবার লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লিবিয়ায় এক মানব পাচারকারীর পরিবারের এক সদস্যের মৃত্যুর প্রতিশোধ নিতে ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে হত্যার ঘটনা ঘটে। নিহত বাকি ৪ অভিবাসী আফ্রিকান। এই হত্যাকান্ডের পরিকল্পনা ও হত্যাকান্ডে সরাসরি নেতৃত্ব দেয় খালেদ মিশাই।
দ্য লিবিয়া অবজারভারের পোস্টে বলা হয়, নিহত বাংলাদেশিরা দেশটির মিজদা শহরে খালেদ মিশাই এর মানবপাচারকারীর জিম্মায় ছিলেন।