সাম্প্রতিক শিরোনাম

সিকিমের ১৭ হাজার ৫০০ ফুট উচ্চতায় পথ হারানো তিন চীনা নাগরিককে উদ্ধার করল ভারতীয় সেনারা

সীমান্তে চরম উত্তেজনা চলছে। সমরসজ্জা বাড়াচ্ছে ভারত-চীন উভয় পক্ষই। একে অপরের চোখে চোখ রেখে জবাব দিচ্ছে।

এমন পরিস্থিতিতে মানবিকতার অনন্য নজির গড়ল ভারতীয় সেনা। সিকিমের ১৭ হাজার ৫০০ ফুট উচ্চতায় পথ হারানো তিন চীনা নাগরিককে উদ্ধার করল তাঁরা।

উত্তর সিকিমের পাহাড়ি এলাকায় পথ হারিয়েছিল তিন চীনা পর্যটক। তাঁদের মধ্যে একজন নারীও ছিলেন। সাড়ে ১৭ হাজার ফুট উচ্চতায় তাঁদের ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে সাহায্য করতে এগিয়ে যায় ভারতীয় সেনা সদস্যরা। তবে তাঁদের শুধু সঠিক রাস্তা দেখিয়ে দিয়েই চলে আসেনি সেনারা। অধিক উচ্চতা ও তীব্র ঠান্ডায় শ্বাসকষ্ট শুরু হয়েছিল ওই তিন পর্যটকের।

সঙ্গে সঙ্গে তাঁদের শীতের প্রকোপ থেকে বাঁচাতে খাবার-পানি ও উপযুক্ত পোশাকের ব্যবস্থা করে দিয়েছিল ভারতীয় সেনারা। শ্বাসকষ্টের উপসম করতে দেন অক্সিজেন সিলিন্ডারও। পরে তাঁদের বাড়ি ফেরার রাস্তাও দেখিয়ে দেন তাঁরা। এমনকী, গাড়ির যান্ত্রিক ত্রুটিও ঠিক করে দেন।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তিন চীনা পর্যটকের প্রাণ সংশয় হতে দেখেই ঝাঁপিয়ে পড়ে জওয়ানরা। সব ভুলে চীনা নাগরিকদের সহায়তায় এগিয়ে আসে তাঁরা।

ভারতীয় সেনার তরফে এমন সাহায্য পেয়ে অভিভূত ওই তিন চীনা নাগরিক। এই সহায়তার জন্য তাঁরা ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়েছেন।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...