সাম্প্রতিক শিরোনাম

সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত তুরষ্ক ও রাশিয়া

সিরিয়ার যুদ্ধবিরতির ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

বৃহস্পতিবার মস্কোয় সাংবাদিকদেরকে এরদোয়ান বলেছেন, ‘আজ রাত ১২টা ১ মিনিট থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে।’ তিনি আরও বলেন, ‘সিরীয় বাহিনী হামলা চালালে নীরব থাকবে তুরস্ক। যে কোনও হামলার বিরুদ্ধে পূর্ণদমে প্রতিশোধ নেবে আঙ্কারা।’ আর রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ‘তুরস্কের সঙ্গে সব বিষয়ে একমত নয় রাশিয়া। তবে আশা করা হচ্ছে, এই চুক্তি বেসামরিক নাগরিকদের ভোগান্তির অবসান এবং বিদ্যমান মানবিক সংকট সমাধানে সহায়তা করবে।’

বিদ্রোহী নিয়ন্ত্রিত একমাত্র প্রদেশ ইদলিবে গত কয়েক দিনের হামলা পাল্টা হামলায় তুরস্ক ও সিরিয়া, দুই দেশেরই প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার আঙ্কারা তাদের দুই সেনা নিহত হওয়ার খবর স্বীকার করেছে। এ নিয়ে ইদলিবে নিহত তুর্কি সেনার সংখ্যা সরকারি হিসাবেই অর্ধশত ছাড়িয়ে গেছে। অন্যদিকে তুরস্ক সিরিয়ার তিনটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। দাবি করেছে তাদের হামলায় আসাদের ছয় শতাধিক সেনা ও ইরান সমর্থিত শিয়া বিদ্রোহী মারা গেছে।

বৃহস্পতিবার সিরিয়ার ইদলিবের গুরুত্বপূর্ণ মহাসড়কে নিরাপত্তামূলক করিডোর স্থাপনের ব্যাপারে সম্মত হয়েছে তুরস্ক ও রাশিয়া। আগামী ১৫ মার্চ থেকে যৌথ টহল শুরু করবে দেশ দুইটি। যৌথ বিবৃতিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, করিডোরটি উত্তর দিকে ৬ কিলোমিটার এবং এম-ফোর মহাসড়কের দক্ষিণ দিকে ৬ কিলোমিটার সম্প্রচারিত হবে।

২০১৯ সালের ডিসেম্বর থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ প্রদেশ ইদলিব পুনর্দখলে হামলা জোরদার করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী। এতে এ পর্যন্ত অন্তত শতাধিক শিশুসহ তিন শতাধিক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আর ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আর এটাকে গত নয় বছর ধরে চলা সিরীয় গৃহযুদ্ধে সবচেয়ে মারাত্মক মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...