সুপ্রিম কোর্টের নতুন বিচারক হিসেবে অ্যামি কোনি ব্যারেটকে মনোনয়ন দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফলে প্রয়াত সাবেক বিচারক রুথ বাডের স্থলাভিষিক্ত হবেন তিনি।
রুথ বাড ছিলেন দেশটির সবচেয়ে বয়স্ক বিচারপতি এবং দেশটিতে নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পের এই নিয়োগের বিষয়টি হোয়াইট হাউস ঘোষণা দিতে পারেন। গত শুক্রবার রুথ বাডের মৃত্যুর পর থেকেই তার উত্তরসূরী কে হবেন তা নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক গুঞ্জন শুরু হয়।
তবে অ্যামিকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগের বিষয়টি নিয়ে সিনেটে তুমুল বিতর্ক হতে পারে। কারণ আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
তার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত ব্যক্তিকে সুপ্রিম কোর্টের দায়িত্বে বসানো নিয়ে জটিলতা দেখা দিতে পারে।
সিবিএস বিভিন্ন সূত্র এবং পারিবারিক সূত্রের বরাত দিয়ে বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প অ্যামিকেই সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন।
প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর তিনজন বিচারপতিকে নিয়োগ দিতে যাচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্টের মনোনয়নের পর এই প্রস্তাব পাস হতে সমর্থন প্রয়োজন সিনেটের।
সেখানে একশ’ আসনের মধ্যে ক্ষমতাসীন রিপাবলিকানদের রয়েছে ৫৩ আসন। আর প্রস্তাব পাস হতে প্রয়োজন ৫১ ভোট। তাই অ্যামি কোনি ব্যারেটের নিয়োগ অনেকটাই নিশ্চিত।
অ্যামি কোনির নিয়োগ চূড়ান্ত হলে সুপ্রিম কোর্টের বিচার বিভাগে ৯ জন বিচারপতির মধ্যে ৬ জনই রিপাবলিকানদের মনোনীত হবেন।
ফলে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে ৬-৩ ভোটে রক্ষণশীল পন্থীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।