সোয়াইন ফ্লু রোধে ১২ হাজার শূকর মারার নির্দেশ দিয়েছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। করোনা মহামারির মাঝে যাতে নতুন করে আবার সোয়াইন ফ্লু না ছাড়াতে পারে সেজন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বুধবার এই নির্দেশ দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে।
করোনা শুরুর আগে থেকেই রাজ্যটির বেশ কয়েকটি স্থানে সোয়াইন ফ্লুর প্রকোপ দেখতে পাওয়া যায়। তাই নতুন করে যাতে আর সোয়াইন ফ্লু ছড়াতে না পারে সে কারণে সংক্রমিত স্থানগুলোতে শূকর নিধনে নামবে প্রশাসন। অক্টোবর শেষ হওয়ার আগেই মারা হবে ১২ হাজার শূকর।
রাজ্যের ১৪ টি জেলায় এই ভাইরাসের সংক্রমণে এরই মধ্যে ১৮ হাজার শূকর মারা গেছে বলে পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন।
অন্যদিকে, সোয়াইন ফ্লুর প্রভাবে শূকর মৃত্যুর ঘটনায় প্রশাসনের কোনো সহয়তা পাওয়া যায়নি বলে দাবি করছেন সেখানকার শূকর ফার্মের মালিকরা।
তারা বলছেন, সরকারের অবহেলায় শূকর মৃত্যুর হার বেড়েছে।