সৌদিতে আজ রেকর্ড ১৯১২ জন করোনারোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত হওয়া আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৩৯০৪৮ জন। অন্য দিকে আক্রান্তদের মাঝে মারা গিয়েছে ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৪৬ জন। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ১৩১৩ জন। নিয়ে মোট সুস্থ হলো ১১৪৫৭ জন।
এর আগে সৌদি সরকার নির্দেশ দেয় প্রবাসী বাংলাদেশীদের কেউ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলে তাঁকে সৌদিতেই বাধ্যতামূলক দাফন করতে হবে। সেই অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোন প্রবাসী মারা গেলে সেই লাশ দেশে ফেরত পাঠানো হবে না।
অন্যদিকে আজ(১০ মে) থেকে মদিনার কিছু সড়কে মানুষের চলাফেরায় শিথিলতা এনেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মদিনার আল শুরাবাইত, বানী ধাফার, কুরবান, আল জুমাহ, বানী খাদরাহ এবং আল ইসকান সড়কের অংশবিশেষে চলাফেরায় শিথিলতা এনেছে সৌদি সরকার।