মোঃ ওমর ফারুক, সৌদি আরবঃ সৌদি আরবে এ পযন্ত করোনায় আক্রান্ত হয়েছেন সুস্থ হয়েছেন ২লাখ ৩ হাজার ২ শত ৫৯ জন। সৌদি স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গত মার্চ মাস থেকে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় মদিনায় কয়েকজন উমরাহ হাজীর মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয় এ-র পরে প্রার্থমিক অবস্থায় কিছুটা ধীরগতিতে সংক্রমণ দেখা দিলেও পরবর্তী এফ্রিল মাসে এসে দেশটিতে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।
তবে সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার তেমন একটা বৃদ্ধি পায়নি সৌদি আরবে। সৌদি স্বাস্থ্য অধিদপ্তর ও দেশটির সরকার যথাযথ পদক্ষেপ গ্রহন করায় দেশটিতে সংক্রমণ বৃষ্টি পেলেও সেই সুস্থতার হার ও অনেক বেশি।
করোনা প্রার্দুভাব বৃদ্ধির সাথে সাথে সৌদি সরকার দেশটি লকডাউন ও কারফিউ ঘোষণা করেন বন্ধ করে দেন আন্তর্জাতিক সকল ধরনের ফ্লাইট যার প্রায় সাড়ে তিন মাস লকডাউন ও কারফিউ কার্যকর করেন এমনি গত ঈদুল ফিতর এ-র সময়ে ও কারফিউ চলে এবং দেশটি ঈদুল ফিতর এ-র জামাত ও হয় প্রত্যেককে ঈদুল ফিতর এ-র নামাজ ঘরে পড়ার নির্দেশানা দিয়েছিলো দেশটির সরকার। যার ফলে দেশটিতে করোনা সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। লকডাউন ও কারফিউ তুলে নিলেও চালু হয়নি আন্তর্জাতিক কোন ফ্লাইট মাঝে মধ্যে চলছে দুই একটি বিশেষ ফ্লাইট।
সৌদি সরকারের এমন দায়িত্বশীল এবং যুগোপযোগী সিদ্ধান্ত এবং স্বাস্থ্য বিধি গুলো কার্যকর করার কারণে দেশটিতে করোনায় আক্রান্ত সাথে সুস্থতার হার ৮০ শতাংশ। সৌদি স্বাস্থ্য অধিদপ্তর এ-র তথ্য অনুযায়ী দেশটিতে এ রিপোর্ট লেখা পযন্ত সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন। ২ লাখ ৫৩ হাজার ৩ শত ৪৯ জন। এবং দেশটিতে সর্বমোট সুস্থ হয়েছেন ২ লাখ, ৩ হাজার,২ শত ৫৯ জন করোনা আক্রান্ত রোগী,। যায় মোট আক্রান্তের প্রায় ৮০ শতাংশ। এবং দেশটিতে করোনা আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৫ শত ২৩ জন।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দেশটিতে ২৫২৩ কোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে এ-র প্রায় ৬৫০ জনই মৃত্যুবরণ করেছেন প্রবাসী বাংলাদেশী। এবং সৌদি আরবে এ পযন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২২ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশী।