সৌদি আরবে সৌদি মানিটরিং এজেন্সি(SAMA) এর নির্দেশনা মোতাবেক সকল ব্যাংক বন্ধ ঘোষনা করা হয়েছে। বিশেষ কার্যাবলী পরিচালনার জন্য ব্যাংক গুলোর গুটিকয়েক ব্রাঞ্চ এর নির্দিষ্ট বিভাগ শুধু চালু থাকবে। কর্মরত কর্মকর্তাদের সংখ্যা কমানোর ও নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ব্যাংকের যাবতীয় কর্মকান্ড পরিচালনার জন্য ব্যাংক গুলোর কর্মকর্তারা ঘরে বসে অনলাইনে পরিচালনা করবে বলে জানা যায়। সাম্প্রতিকের রিয়াদ প্রতিনিধি জানায়, ব্যাংকগুলো নিজেদের কর্মচারীদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। সৌদি আরবের ব্যাংক গুলো ঘরে বসেই পরিচালনার মত পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী রয়েছে। তাই ব্যাংক বন্ধ করা এই দেশের অর্থনীতিতে তেমন প্রভাব ফেলবেনা।
এছাড়া গতকাল সৌদিতে সকল রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া ও সর্বস্থানে বসে খাওয়া নিষিদ্ধ করা হয়। গতকাল এক প্রেস ব্রিফিং এ এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বসে খাবার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হলেও পার্সেল এর মাধ্যমে খাবার বিক্রি করতে পারবেন রেস্টুরেন্ট মালিকেরা ও খাবারের দোকানদারেরা। আজ সকাল থেকেই তার প্রভাব দেখা যায়। সব রেস্টুরেন্টে টেবিল চেয়ার সরিয়ে ফেলা হয়।
এছাড়াও সৌদিতে সকল বিদ্যালয় ও বন্ধ করা হয়। আর পরিচালনা করা হলে বড় জরিমানা সাথে জেলের বিধান রেখেছে সৌদি সরকার। এখন পর্যন্ত সৌদিতে রিয়াদ, জেদ্দাহ, দাম্মাম, আল কাতিফহ সহ কিছু এলাকা মিলিয়ে ১১৬ জন করোনা রোগী পাওয়া গেছে। আন্তর্জাতিক সকল ফ্লাইট ও নিষিদ্ধ করেছে দেশটি।