ইয়েমেনে সৌদি জোটের সামরিক ক্যাম্পে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় আট সৌদি সেনা নিহত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারিব প্রদেশে সৌদি জোটের তাদাওয়াইন ক্যাম্পের অপারেশন রুম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে অবস্থিত সৌদি জোটের তাদাওয়াইন সামরিক ক্যাম্পে এ হামলা চালায় হুথিরা। জেনারেল সারিয়ি জানান, হামলায় ইয়েমেনি সামরিক বাহিনী বাদর-পি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হামলায় আরও সাত সেনা আহত হয়।
আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমা কয়েকটি দেশের সমর্থন নিয়ে সৌদি আরব ও তার কয়েকটি আঞ্চলিক মিত্র দেশগুলো ইয়েমেনের সন্ত্রাসী গোষ্ঠী হুথি বিদ্রোহীদের দমনের প্রচেষ্ঠা অব্যহত রেখেছে।